Tuesday, September 25, 2007

চান্দুকথা

গত পরশু রাত্রে একটা কথা মাথায় আইলো। ফক্স টিভির কথা সত্য হইয়া থাকলে নীল আর্মস্ট্রং এর আজান শোনার একটা চান্স থাকলেও থাকতে পারে, যদি কুব্রিকের স্টুডিও লন্ডন জামে মসজিদের পাশে হইয়া থাকে। নাসার কথা সত্য হইলে আর্মস্ট্রংরে সোজাসুজি জিজ্ঞাসা করা দরকার সে আসলে কি কি শুনছিল বা আদৌ কিছু শুনছিল কিনা, চান্দের গায়ে আদৌ কোন ফাডাফুডা দেখছিল কিনা, দেখলে সেইটা কেমন ফুটা। হাদিসের বর্ননা থিকা তো শুনছিলাম (কোন হাদিস মনে নাই) সেই ফাটা তখনই পুরা জোড়া লাগছিল। জোড়া লাগার আগে ফাঁক দিয়া আবু কুবাইস পর্বতের চুড়া দেখা গেছিল ইত্যাদি। তারমানে বিষয়টা শরিয়তের না। আন্তর্জাতিক ছাগুরামদের কাজ। নীল আর্মস্ট্রং দের পরেও বেশ কয়েকবার মানুষ চান্দে গেছে, তাদের দেখাশোনাগুলিও জানা দরকার। মোটে একটা লোক এতকিছু শুইনা ফালাইলে কেমনে কি?

নীল আর্মস্ট্রংয়ের ই-মেইল আছে কারো কাছে? বিষয়টা কেউ ক্লিয়ারলি জানেন?




গড় রেটিং
(৩ ভোট)
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: শুক্র, ২০০৭-১০-০৫ ১৬:১১)
উদ্ধৃতি সুমন চৌধুরী এর ব্লগ ২১টি মন্তব্য পছন্দের পোস্টে যুক্ত আপত্তি জানান ২৬৭বার পঠিত

--------------------------------------------------------------------------------
Views or opinions expressed in this post solely belong to the writer, সুমন চৌধুরী. Sachalayatan.com can not be held responsible.
--------------------------------------------------------------------------------



১ সৌরভ শুক্র, ২০০৭-১০-০৫ ১৬:১৩


হিহহি।
জাননের কুনো প্রশ্নই আসেনা।



--------------------------------------------------------------------------------
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি




উদ্ধৃতি ঘ্যাচাং সম্পাদনা জবাব আপত্তি জানান লেখককে মেসেজ


২ দ্রোহী শুক্র, ২০০৭-১০-০৫ ১৬:৪৪


চান্দে গাছ আছেনি বাই? আর্মস্ট্রং কাগুরে জিগাইতে ভুইলেন না কইলাম।



--------------------------------------------------------------------------------
কি মাঝি? ডরাইলা?




উদ্ধৃতি ঘ্যাচাং সম্পাদনা জবাব আপত্তি জানান লেখককে মেসেজ


৩ কনফুসিয়াস শুক্র, ২০০৭-১০-০৫ ১৬:৫৯


হুম, গভীর চিন্তার বিষয়।
-যা দেখি তা-ই বলি...




উদ্ধৃতি ঘ্যাচাং সম্পাদনা জবাব আপত্তি জানান লেখককে মেসেজ


৪ অভিজিৎ শুক্র, ২০০৭-১০-০৫ ১৭:১৬


ইমেইল এডরেস জানি না। তয় এই চিঠি থেকে কিছু আলোকোপাত পাওয়া যেতে পারে .....


In the following some statements about this issue, authorized by Mr. Armstrong, to speak on his behalf.

NEIL A. ARMSTRONG
LEBANON, OHIO 45036
July 14,1983

Mr. Phil Parshall Director
Asian Research Center
International Christian
Fellowship 29524 Bobrich
Livonia, Michigan 48152

Dear Mr. Parshall:
Mr. Armstrong has asked me to reply to your letter and to thank you for the courtesy of your inquiry. The reports of his conversion to Islam and of hearing

the voice of Adzan on the moon and elsewhere are all untrue.

Several publications in Malaysia, Indonesia and other countries have published these reports without verification. We apologize for any inconvenience that this ncompetent journalism may have caused you.

Subsequently, Mr. Armstrong agreed to participate in a telephone interview, reiterating his reaction to these stories. I am enclosing copies of the United States

State Department's communications prior to and after that interview.

Sincerely
Vivian White
Administrative Aide

================================

পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)




উদ্ধৃতি ঘ্যাচাং সম্পাদনা জবাব আপত্তি জানান লেখককে মেসেজ


৪.১ সুমন চৌধুরী মঙ্গল, ২০০৭-১০-০৯ ১০:৪৮


ডাঙ্কে...



--------------------------------------------------------------------------------

ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ




উদ্ধৃতি ঘ্যাচাং সম্পাদনা জবাব আপত্তি জানান


৫ ফারুক হাসান শুক্র, ২০০৭-১০-০৫ ১৮:০৯


আযানটা দিছিল কেডা?
আমি যতদূর জানি, বিশেষ মুহর্তে (যেমন ছেলের জন্মের পর কানে আযানের ধ্বনি পৌছানো) আযান দেয়া হয়।
চাঁদে অবতরণ একটা বিশেষ মুহর্ত। আর্মস্ট্রং-য়ের সাথে ছিল অলড্রিন। সেও ওই ঐতিহাসিক মুহুর্তের খাতিরে আযান দিয়ে থাকতে পারে।
কিছুই বলা যায় না। কে কিসের ওছিলা কে জানে এক তিনি ছাড়া!
-----------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।




উদ্ধৃতি ঘ্যাচাং সম্পাদনা জবাব আপত্তি জানান লেখককে মেসেজ


৬ অয়ন শুক্র, ২০০৭-১০-০৫ ১৮:১৯


মানুষের পদচিহ্ন পড়ছে এই আনন্দে চাদ নিজেই আজান দিছে




উদ্ধৃতি ঘ্যাচাং সম্পাদনা জবাব আপত্তি জানান লেখককে মেসেজ


৭ দ্রোহী শুক্র, ২০০৭-১০-০৫ ১৮:৩২


আর্মস্ট্রং যখন চাঁদে গিয়ে নামলো - চাঁদের ভুমিতে ভুমিষ্ট হল তখন সে আযান শুনতে পেল।
--পাবেইতো, ভুমিষ্ট হলে কানের ভেতর আযান দেবার রীতিতো ছোটবেলা থেকেই দেখে আসছি। এ আর এমন কি?




--------------------------------------------------------------------------------
কি মাঝি? ডরাইলা?




উদ্ধৃতি ঘ্যাচাং সম্পাদনা জবাব আপত্তি জানান লেখককে মেসেজ


৭.১ হিমু শুক্র, ২০০৭-১০-০৫ ২০:৪৬


দ্রোহী আজকে সকালে কী দিয়া ভাত খাইসেন? একদম বারূদ!



--------------------------------------------------------------------------------
হাঁটুপানির জলদস্যু




উদ্ধৃতি ঘ্যাচাং সম্পাদনা জবাব আপত্তি জানান লেখককে মেসেজ
১০

৭.১.১ অমিত শুক্র, ২০০৭-১০-০৫ ২১:০০


নুডুস নাকি ???

______ ____________________
suspended animation...




উদ্ধৃতি ঘ্যাচাং সম্পাদনা জবাব আপত্তি জানান লেখককে মেসেজ
১১

৮ আনোয়ার সাদাত শিমুল শুক্র, ২০০৭-১০-০৫ ১৮:৩৮


হ। কয়দিন আগে কোন মহিলা নাকি চাঁন্দের দেশ থেকে নিচের আলোকিত কোন শহর দেখে মুসলমান হইছে। ফাউল।




উদ্ধৃতি ঘ্যাচাং সম্পাদনা জবাব আপত্তি জানান লেখককে মেসেজ
১২

৮.১ সৌরভ শুক্র, ২০০৭-১০-০৫ ১৯:৩০


হেহহে..




উদ্ধৃতি ঘ্যাচাং সম্পাদনা জবাব আপত্তি জানান লেখককে মেসেজ
১৩

৮.২ ধুসর গোধূলি শুক্র, ২০০৭-১০-০৫ ২১:১০


- পৃথিবীর যেই পরিমান সাইজ, এক্কারে ময়ূরীর কোমরের লাহান। এই ময়ূরী কোমরওয়ালী পৃথিবীরে তো চান্দ থাইকা চান্দের এত্তো নিচে দেহা যাওনের কথা না যতোটা উপরে আমরা চান্দেরে দেহি। হিসাব মতে তো চান্ড থাইকা পৃথিবীরে পরায় সমান্তরালেই দেখা যাওনের কথা নিকি!
হিসাববিজ্ঞানীরা কি বলেন, জায়গায় থাইকা আওয়াজ দ্যান জনাব।
_________________________________
<সযতনে বেখেয়াল>




উদ্ধৃতি ঘ্যাচাং সম্পাদনা জবাব আপত্তি জানান লেখককে মেসেজ
১৪

৮.২.১ অমিত শুক্র, ২০০৭-১০-০৫ ২১:২১


পৃথিবী থেইকা আমরা কিন্তু চাঁদের একটা পৃষ্ঠই খালি দেখি। তাই দুইভাগ হওয়া চাঁদের মাঝে দিয়া পর্বতের চুড়া দেখার জন্য খালি অন্যদিকে গেলেই হবে না, চাঁদরে চ্যাপ্টা হতে হবে। যে সময়ের কথা হচ্ছে, ঐ সময় মনে হয় সোলার সিস্টেমটা অন্যরকম ছিল।
নিচে চাঁদ থেকে পৃথিবীর চবির একটা লিন্ক দিলাম।
এখানে

______ ____________________
suspended animation...




উদ্ধৃতি ঘ্যাচাং সম্পাদনা জবাব আপত্তি জানান লেখককে মেসেজ
১৫

৮.২.১.১ সুমন চৌধুরী মঙ্গল, ২০০৭-১০-০৯ ১০:৪৯






--------------------------------------------------------------------------------

ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ




উদ্ধৃতি ঘ্যাচাং সম্পাদনা জবাব আপত্তি জানান
১৬

৯ প্রকৃতিপ্রেমিক শনি, ২০০৭-১০-০৬ ০৩:৫২


নীল বাহুশক্ত সাহেব চাঁদে যদি না-ই যাইয়া থাকে তাইলে আযান শোনার ব্যাপারটাই তো আসে না।

আর নীল বাহুশক্ত সাহেব চাঁদে যদি গিয়াই থাকে তাইলে সে আযান কে দিল আর দিলেই চাঁদের বাতাসের কম ঘনত্বের কারণে তার কানে আসলই বা কী করে।

এত কিছুর পরেও যারা আল্লা'র নিদর্শন প্রমাণের উদ্দেশ্যে এসব গাঁজাখুরি গল্প ফাঁদে তাদের উচিৎ চিন্তা করে দেখা যে মানুষের নাকটা বগলের নিচে হলে কেমন হত? আল্লাহ তার নিদর্শন দেখানোর জন্য সমগ্র সৃষ্টিই চোখের সামনে দিয়ে দিয়েছে। আর এর মধ্যেই আছে জ্ঞানের সূত্র। (অবশ্য যারা এসবে বিশ্বাস করেন)

তার পরেও যারা তালগাছের দাবী করেন তারা

উদ্ধৃতি
ছাগুরাম
ছাড়া আর কি।




উদ্ধৃতি ঘ্যাচাং সম্পাদনা জবাব আপত্তি জানান লেখককে মেসেজ
১৭

১০ অমিত শুক্র, ২০০৭-১০-০৫ ১৮:৫১


আয়হায় রে , এত কষ্ট কইরা চান্দে গিয়া খালি আজান শুনলো !!! ঐটাতো আমি নিউমার্কেটের মসজিদে অসংখ্যবার শুনতাম। তয় আমি একবার চান্দে যাইতে পারলে হুর আর কারও কারও জন্য গেলমানের ২-১ স্যাম্পল কনফার্ম আনতাম।

______ ____________________
suspended animation...




উদ্ধৃতি ঘ্যাচাং সম্পাদনা জবাব আপত্তি জানান লেখককে মেসেজ
১৮

১০.১ ফারুক হাসান শুক্র, ২০০৭-১০-০৫ ১৯:০১


হাহাাহাা
-----------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।




উদ্ধৃতি ঘ্যাচাং সম্পাদনা জবাব আপত্তি জানান লেখককে মেসেজ
১৯

১০.২ ধুসর গোধূলি শুক্র, ২০০৭-১০-০৫ ২১:১৩


- হৈ মিয়া, চান্দে হুর পাওন যায় আগে কইবেন না?
টিকেট কই পাওন যায় কন দেহি। জনৈক ব্যাক্তিবর্গরা লাইনে খাড়ানোর আগেই আমি হুর বেছে নিতে চাই।
_________________________________
<সযতনে বেখেয়াল>




উদ্ধৃতি ঘ্যাচাং সম্পাদনা জবাব আপত্তি জানান লেখককে মেসেজ
২০

১১ সুজন চৌধুরী শুক্র, ২০০৭-১০-০৫ ২১:৫০


আমি ১টা ব্যাপার কিছুতেঈ বুঝতেছিনা সবাই খালি আযানের কথা কয় পরের বাক্যটা বেমালুম ভুঈলা গেছে ।
আযান শোনার পর যিশু খ্রীস্ট নিলের কাছে কিউবান সিগার চাঈছিল।
এইটা কেউ কয়না।
আশ্চর্য !!
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......




উদ্ধৃতি ঘ্যাচাং সম্পাদনা জবাব আপত্তি জানান লেখককে মেসেজ
২১

১২ ধুসর গোধূলি শুক্র, ২০০৭-১০-০৫ ২১:১৭


- লে হালুয়া, এইবার খুদ যীশু খ্রীষ্ট সিগার খাইতে আইছে?
পরেতো আরেকজন আইসা কইবো বাদশাহ সোলায়মান নাকি অলড্রিনের লগে বইসা গাঞ্জা টানছে। হের লাইগা অলড্রিন চান্দের মাটিতে নামতে পারে নাই। হালায় গাঞ্জুট্টি কোনখানকার। এমুন চান্স আর পাবি ব্যাটা?
_________________________________
<সযতনে বেখেয়াল>

1 comment:

ষষ্ঠ পাণ্ডব said...

নীলের আজান শোনার সম্ভাবনা প্রবল। যেহেতু চাঁদে বাতাস নাই তাই চাঁদে থাকা এডউইন বা চাঁদের কোন মসজিদের আজান তার কানে যাবার কথা না। এডউইন বা মূল জাহাজে বসা মাইকেল অথবা দুনিয়ায় বসে থাকা তার ইয়ার-দোস্তদের কেউ যদি কানে লাগানো বেতার যন্ত্রের মাধ্যমে আজান দিয়া থাকে তাহলে তো নীল আজান শুনতেই পারে। কেউ ফুর্তিতে কোন গান গেয়ে থাকলেও তার সুরও নীলের কাছে আজানের মত মনে হতে পারে। ছাগুরা চাঁদ দুই টুকরা, আজানের ধ্বনি বা চাঁদে কেউ যায় নাই ধরণের কঠিন তত্ত্ব-যুক্তি তুলে দুনিয়া জোড়া ব্যবসা ফাঁদে তখন নীলেরা তিন দোস্ত মিডিয়ায় এসে এই সব জারিজুরি উড়িয়ে দেয়না কেন? নাকি এইসব চুলকানী তাদের ভালো লাগে?