Sunday, May 30, 2010

তবু্ও কেবলি দৃশ্যের জন্ম হয়

ব্যপক বিনোদোন পাইতেছি। একটু আগে প্রথম আলোর ব্রেকিঙ নিউজ দেখলাম। খুব ভাল্লাগলো। এতো ভাল্লাগলো যে বলতে হয় "ভাল্লাগছে"। বিটিআরসি'র চেয়ারম্যান সাহেব কইছেন,
উদ্ধৃতি
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে—এমন কিছু কার্টুন ও ছবি ফেসবুকে প্রকাশ করা হচ্ছিল। এসব কার্টুন যাতে প্রকাশ না হতে পারে, সে কারণে বিটিআরসি এর শাখা লিংকগুলো বন্ধ করার চেষ্টা করছিল। কিন্তু তা করতে না পারায় সরাসরি ফেসবুকই সাময়িক বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
কোন কথা না। ব্যাখ্যা না। প্যাচাল না। কারণ তিনি এমন কিছুই বলছেন যার পরে টুকরি ভইরা টাস্কি খাওয়া ছাড়া আর কিছু খাওয়ার নাই। কলির সন্ধ্যা দেখতে দেখতে তো বাল পাইকা পয়তাল্লিশ মোচড় দিলো। এরপর রাইতে আসলে কোন সীন অপেক্ষা করতেছে আমাগো জন্য?
ইজি'ই আছি। আপনারাও থাকেন। থাকতে থাকতে আঁটি বান্ধেন। আমিও বান্ধি।
আমগাছে আমও ছিল। কাকও ছিল।

No comments: