Monday, May 25, 2009

সমুখে শান্তি পারাবার

আমার শোকগুলি বরাবর চেষ্টা করি আড়ালে রাখতে। শোকের বিজ্ঞাপন হয় না। যার বিজ্ঞাপন হয় সেটা আর যাই হোক শোক নয়। শোক নিরব আর এর অনুভব ভীষণ ব্যক্তিগত। দুদিন আগে সচলের ব্যানারে জুবায়ের ভাইয়ের যুবা বয়সের ছবিটা সেরকমই নিরবে শ্বাসনালী চেপে ধরা শোক হয়ে এসেছিল। আর কিছু লিখতে পারছি না। শোকের বোধহয় ব্যাখ্যাও হয় না।

শুভ জন্মদিন জুবায়ের ভাই।

No comments: