কয়েক দিন আগেই বলতেছিলাম যে এই দুনিয়ায় মন খারাপ হওয়ার ঘটনার কোন অভাব নাই। আসলে কথাটা পুরা ঠিক না। বলতে পারেন যে মন ভালো হওয়ার মতো নিয়মিত বিনোদনই একরকম ইউটোপিয়া। কিন্তু মৌজ ছাড়া এই বদসুরত দুনিয়াতে চান্দি শাফল কেমনে দেয়? চান্দিরে শাফল না করতারলে মগজ হয় বেশী তাপে শুকাইয়া যাইবো নাইলে দ্রুত হিমাঙ্কের নিচে গিয়া সচলায়তনের ব্যানার বানাইয়া দিবো।
সুতরাং নেগেটিভ এন্টারটেইনমেন্টের আপাতত কোন বিকল্প নাই। অপরে আমার চেয়ে বড় ছাগল এইটাই দিনের শেষের সেরা মনোতোষ আবিস্কার।
সেরকম কোন কিছুর ধান্দায় সেদিন ইউটিউব গুতাইতে গুতাইতে নানান হুজুরের ওয়াজ মহফিলের চিপা থিকা খুঁইজা বাইর করলাম ছাগু প্রজন্মের ইসলামী গান। যত দেখি যত শুনি ততই ফুর্তি বাড়ে। এতো ছাগু নেটে থাকতে আমার মুখ হাড়ি?
এরই কয়েকটা শেয়ার করলাম সচলগো লগে। বহুদিন আগে অরূপ দিছিলো একবার ওয়েস্টার্ন মিল্টুর গান। আমি দিলাম নতুন প্রজন্মের ফ্রেশ ছাগুছাগীদের গান। কারো যদি এমনিতে হাসি না আসে তাইলেও অন্তত আমার মন রাখতে এট্টু মুচকি হাইসেন। আর নাইলে কাইন্দেন ফি ফি কৈরা .........
আর এই লোক সবার উপরে। পুরা অসমান্তরাল .....
..... এইটা কোন হিন্দি গানের সুর জানি?
সুতরাং নেগেটিভ এন্টারটেইনমেন্টের আপাতত কোন বিকল্প নাই। অপরে আমার চেয়ে বড় ছাগল এইটাই দিনের শেষের সেরা মনোতোষ আবিস্কার।
সেরকম কোন কিছুর ধান্দায় সেদিন ইউটিউব গুতাইতে গুতাইতে নানান হুজুরের ওয়াজ মহফিলের চিপা থিকা খুঁইজা বাইর করলাম ছাগু প্রজন্মের ইসলামী গান। যত দেখি যত শুনি ততই ফুর্তি বাড়ে। এতো ছাগু নেটে থাকতে আমার মুখ হাড়ি?
এরই কয়েকটা শেয়ার করলাম সচলগো লগে। বহুদিন আগে অরূপ দিছিলো একবার ওয়েস্টার্ন মিল্টুর গান। আমি দিলাম নতুন প্রজন্মের ফ্রেশ ছাগুছাগীদের গান। কারো যদি এমনিতে হাসি না আসে তাইলেও অন্তত আমার মন রাখতে এট্টু মুচকি হাইসেন। আর নাইলে কাইন্দেন ফি ফি কৈরা .........
আর এই লোক সবার উপরে। পুরা অসমান্তরাল .....
..... এইটা কোন হিন্দি গানের সুর জানি?
No comments:
Post a Comment