Tuesday, April 18, 2006

জামাত প্রসঙ্গে ভদ্রভাষায় ..........

স্বাধীনতার পরে তারা ভাগলেন । চৌদি আরবে গিয়ে ''পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি'' করলেন । জিয়া আইন করে চৌদিদের সাথে পিড়িত বাধ্যতামূলক করলেন । গোআ পাকি পাস নিয়ে চামে চামে ''তথাকথিত বাংলাদেশে'' পাদিলেন । মাঝে মাঝে ফাকা আওয়াজ দিতে দিতে রাজনীতিতে হালাল হইলো চামাত । সামরিক শাসনের ফাকে চামে চিকনে স্কুল কলেজে ভাইয়া ভাইয়া করতে করতে মওদুদি-বুকাইলি জাউ খাওয়াইয়া আর অন্যদিকে চৌদি গো টেকায় হাসপাতাল, ন.জি.ও...ক্রেমে ক্রেমে পেরাইভেট ভার্সিটি খুইলা বইলেন । অন্য দিকে ইহুদি-নাসারা গো টেকায় ম্যাশিং কিন্না ইসলামী বিপ্লবের টেনিং শুরু করলেন । চট্টগ্রাম-রাজশাহী-জাহাঙ্গীরনগরে রগ কাটাকাটি শুরু করলেন । জাহাঙ্গীরনগর থেকে প্রবল গণপ্রতিরোধের মুখে বিতাড়িত শিবির আজও ঢুকতে পারে নাই । চট্টগ্রাম আর রাজশাহীতে সুবিধা করছে বি.এন.পি র লেজ ধইরা ।
এইখানে জামাত প্রেমিকরা প্রায়ই কয় বি.এন.পি-আওয়ামী লীগ নানা সময় তাগো পায়ে ধরছে । কথাটা তো উলটা কইরাও কওয়া যায়, জামাত সুবিধা মতো বড় পাট্টির ফাউ ধরছে । ইসলামী বিপ্লবের কথা কইয়া যাগো দিয়া রগ কাটাইছে তাগো লগে চিটিং বাজি কইরা জামাত শেষ পর্যন্ত কোয়ালিশনেও গেছে । রাজনৈতিক কৌশলের দোহাই দিয়া । '90 এর পর থিকা শিবির পোলাপান খোয়ানো শুরু করে । ক্যাডাররা পরিণত হয় ভাড়াইটা গুন্ডায় । জাগায় জাগায় আওয়ামী লীগ-বি.এন.পি র লগে চান্দা ভাগ করা শুরু করে । আওয়ামী লীগ আর বি.এন.পি গুয়ের এই পিঠ ঐ পিঠ, কিন্তু জামাত হইলো ধূমায়িত তরল বিষ্ঠা। বড় এক পিস গু ছাড়া আইডেন্টিটি ক্রাইসিসে পইড়া যায় । কিন্তু ফাকা পাইলে ছড়াইয়া যায় ।

No comments: