Monday, April 17, 2006

সাংবাদিক নিধন প্রসঙ্গে

টানা দুই দিন চোখে কিছু দেখিনি । চিকিৎসার্থে অক্ষি পরিবর্ধণের কুফল । আজ সকাল থেকে একটু একটু দেখতে পাচ্ছি । চোখের প্রেসার বৃদ্ধি পাচ্ছে প্রায়ই । দুই দিন ব্যপক মিস করেছি ব্লগীয় জীবন ।
আজ ফিরেই দেখি পুলিশ নিয়ে বিরাট পরিস্থিতি । সাংবাদিক দের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাস অবশ্য নতুন কিছু নয় ।তবে নব্বুই দশক থেকে জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে ।এখন মন্ত্রীরা প্রকাশ্যেই সাংবাদিকদের শায়েস্তা করার কথা বলেন ।বিভিন্ন সার্টিফিকেট ধারী আইনজীবিরা সাংবাদিকের স্বাধীনতা সীমিতকরণের কথাও বলেন সংসদে ।ভাল। উচ্চ শিক্ষা খতম , তলানিতে থাকা কল-কারখানা খতম, তো প্রচার মাধ্যমইবা বাকি থাকে কেন? শাস্ত্রে এরকম গণতন্ত্রকে বলে ''কো অপটেটিভ ডেমোক্রেসী''। কতর্ার ইচ্ছায় গণতন্ত্র। বাক স্বাধীনতা কতর্ার হাড়িতে ঊঁকি দিলে চলবে কেন ? সাংবাদিকরা তবুও লড়ে যাচ্ছেন এবং যাবেনও । পুলিশ কেন, সেনা বাহিনি নিয়োগ করুন,বোমা মেরে ভতর্া করার আগ পর্যন্ত ভরা বাজারে কতর্ার লুঙ্গি টান দিতে লড়ে যাবেন লেখক-সাংবাদিকেরা ।

No comments: