Tuesday, May 05, 2009

শেষ পর্যন্ত সবকিছুর নির্মম সমালোচনাই টিকে থাকে


প্রতি বছরের মতো এই বছরও মে মাসের একটা পাঁচ তারিখ আছে। গুরুস্থানীয় লোকের জন্মদিনে প্রতিবছর একটা পোস্ট দেওয়ার মতো সুবিধাবাদী রুটিন সংবাদ মাধ্যমের মতো ব্লগেও চালু হয়ে গেছে। এই শ্রদ্ধাজ্ঞাপনগুলো কতটা আন্তরিক সেটা দিবস কেন্দ্রিকতা থেকেই বোঝা যায়। আজ সারাটা দিন ভেবেছি একটা কিছু লিখবো। একটা মারাত্মক কিছু। হলো না। অদ্ভুত আলস্য পেয়ে বসলো। সচলায়তন হবার পর থেকে আর কোন কমিউনিটি প্লাটফর্মে লিখি না। সচলায়তনের বাইরে আমার লেখার জায়গা বলতে ব্লগস্পটের এই দ্বীপ। সচলে বার দুয়েক ব্লগ লিখুনে ক্লিক করেও পরে ট্যাব বন্ধ করে দিয়েছি। কেন যেন আজ আর সচলের প্রথম পাতায় কার্ল মার্কসের মুখটা দেখতে ইচ্ছা করলো না।

আর কয়েক মিনিট পরেই ঘড়ির কাঁটা ৫ মে থেকে ৬ মে হয়ে যাবে। ১৮১৮ সালের ৫ মে যার জন্ম তাঁকে ১৯১ বছর পরে জন্মদিনের শুভেচ্ছা কেন জানাবো, কেনই বা তাঁকে মনে রাখবো এইসব জরুরি প্রশ্নের পিন্ডি চটকে কার্ল মার্কসকে শুভ জন্মদিন জানিয়ে গেলাম।

বিপ্লব দীর্ঘজীবি হোক।


ছবি www.marxists.org থেকে।

No comments: