সাধকের প্রশ্ন থেকে বিষয়টা মাথায় এলো । আমিও ইতিহাস সম্পর্কে যে সামান্য পড়াশুনা করেছি, তাতে পাকিস্থান ''আন্দোলনের'' কোন পরিস্কার চেহারা পাওয়া যায় না । মুসলিম লীগ এই দাবীতে বেশী নড়াচড়া শুরু করে দ্্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এবং তৎকালীন রাজনীতিতে এটা মোটামুটি একটা সাব-সাইডেড বিষয়ই ছিল । দ্্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালিন সময়ে আঞ্চলিক রাজনীতিতে স্থায়ী জায়গা করে নেওয়া লুম্পেনরাই( কংগ্রেস - মুসলিম লীগ দুইদলেই ) পাকিস্থানের দাবীকে শক্তিশালী করে তুলেছিলেন । 1946 এর দাঙ্গাতে ব্যতিক্রমহীন ভাবে লুম্পেনদের অংশগ্রহণ দেখা যায়। জনগণ দাঙ্গায় অংশ নেয়নি । জনগণ ছিল ভিকটিম । দাঙ্গার ট্রমাই 1946 এর নির্বাচনের অনুঘটক হিসেবে কাজ করেছে । 1946 এর শেষার্ধ থেকে একেবারে 1947 এর আগস্ট পর্যন্ত কংগ্রেস-মুসলিম লীগের রাজনীতি নিয়ন্ত্রণ করেছে উত্তর-পশ্চিম ভারতের ব্যাবসায়ীরা, বাংলায় যাদের সহায়ক ফোর্স ছিল বিগত 4-5 বছরে মাথাচাড়া দেওয়া লুম্পেন চক্র। ইংরেজ হাসি মুখে বিদায় নেবার পরে পূর্ব-পশ্চিম দুই দিকের রাজনীতিতেই লুম্পেন চক্র শক্তিশালী হতে থাকে । ( চলবে )
Greek state suppresses peaceful protestors commemorating 2008 police
killing of a boy
-
On December 6, Greek police intervened in demonstrations commemorating the
death of a 15-year-old boy fatally shot by police back on December 6, 2008.
The ...
9 hours ago
No comments:
Post a Comment