আজ বেশ কিছুদিন পর সকালবেলায় রৌদ্রের দেখা পাওয়া যাচ্ছে । তবে তাপমাত্রা কিছুক্ষণ আগেও হিমাঙ্কের নিচে ছিল । এবার বসন্ত কদ্দিনে আসে কে জানে । মার্চের 21 তারিখেও যান্ত্রিক প্রক্রিয়ায় ঘর গরম করতে হয়েছে ।
আধা মেঘলা হাফ-শেড রোদে একধরনের বিষন্নতা আছে । প্রবাসের স্মৃতি, প্রবাসে মনকে নাড়া দিয়ে রোদকে আরও ফিকে করে দেয় । আড়াই বছর রিক্সায় চড়ি না , আমার আজন্ম চেনা শহরে হুদাই ঘুরাঘুরি করি না ।সদর ঘাট-যাত্রা বাড়ি-সায়েদাবাদ থেকে গাবতলী গলা টিপে ধরে .........
ওই খালি ! সাইনস ল্যাবরেটরি...
15 টেকা... চলতে চলতে জবাব দেয় রিক্সাচালক..
হাইট্টাই যামু...নিরুদ্দেশ যাত্রা..সাইনস ল্যাব, শাহবাগ, নীলক্ষেত,পলাশী এগুলা উছিলা....শংকর থিকা স্যান্ডেল ছ্যাছড়াইয়া টি.এস.সির সামনে দিয়া কার্জন হলের ভিতর দিয়া বঙ্গবাজার..রাস্তা পার হইয়া কাজী আলাউদ্দিন রোড....কসাইটুলি...........চিপা গলি্ল দিলখোলা মানু....নর্থ সাউথ রোড....বংশাল..মালিটোলা..মাহুৎটুলি...বকশিবাজার..রথখোলা...সদর ঘাট.........
আধা মেঘলা হাফ-শেড রোদে একধরনের বিষন্নতা আছে । প্রবাসের স্মৃতি, প্রবাসে মনকে নাড়া দিয়ে রোদকে আরও ফিকে করে দেয় । আড়াই বছর রিক্সায় চড়ি না , আমার আজন্ম চেনা শহরে হুদাই ঘুরাঘুরি করি না ।সদর ঘাট-যাত্রা বাড়ি-সায়েদাবাদ থেকে গাবতলী গলা টিপে ধরে .........
ওই খালি ! সাইনস ল্যাবরেটরি...
15 টেকা... চলতে চলতে জবাব দেয় রিক্সাচালক..
হাইট্টাই যামু...নিরুদ্দেশ যাত্রা..সাইনস ল্যাব, শাহবাগ, নীলক্ষেত,পলাশী এগুলা উছিলা....শংকর থিকা স্যান্ডেল ছ্যাছড়াইয়া টি.এস.সির সামনে দিয়া কার্জন হলের ভিতর দিয়া বঙ্গবাজার..রাস্তা পার হইয়া কাজী আলাউদ্দিন রোড....কসাইটুলি...........চিপা গলি্ল দিলখোলা মানু....নর্থ সাউথ রোড....বংশাল..মালিটোলা..মাহুৎটুলি...বকশিবাজার..রথখোলা...সদর ঘাট.........
No comments:
Post a Comment